বাংলাদেশে মৃতপ্রায় স্কোয়াশ: কোর্ট সংকট ও পৃষ্ঠপোষকতার অভাব বড় বাধা
বাংলাদেশে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্কোয়াশ খেলা। টেনিসের সঙ্গে মিল থাকলেও দেশে এ খেলা নিয়ে নেই কোনো মাতামাতি। অনেকদিন পর আয়োজিত হলো আন্তর্জাতিক টুর্নামেন্ট। তবে কোর্টের স্বল্পতা ও পৃষ্ঠপোষকতার অভাবে বাংলাদেশে অনেকটাই মৃতপ্রায় বিশ্বে অন্যতম জনপ্রিয় এ খেলা।