ইউএসসেলুলার অধিগ্রহণ করলো টি-মোবাইল
আনুষ্ঠানিকভাবে ইউএসসেলুলার অধিগ্রহণ করে নিয়েছে টি-মোবাইল। ৪৩০ কোটি ডলারে এ অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এর আওতায় ইউএসসেলুলারের গ্রাহক, স্টোর ও ৩০ শতাংশ স্পেকট্রাম ব্যবহার করতে পারবে টি-মোবাইল। এনগ্যাজেট প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।