বর্তমানে যারা ইউএসসেলুলারের কানেকশন ব্যবহার করছে তাদের কোনো কিছু পরিবর্তন করতে হবে না বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়াও নির্দিষ্ট ওয়েবসাইট থেকেও ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও চাইলে টি-মোবাইলের কাস্টমার সাপোর্টেও যোগাযোগ করা যাবে।
শুধু ৪৩০ কোটি ডলার দিয়েই যে অধিগ্রহণ সম্পন্ন হয়ে গেছে বিষয়টি তা নয়। এর বাইরে ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) অনুমতি পাওয়ার জন্য কোম্পানিটি নিজেদের ডিইআই প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তও নিয়েছে।
অধিগ্রহণের পর এখন ইউএসসেলুলার শুধু অবকাঠামো কোম্পানি হিসেবে কাজ করবে। পাশাপাশি বিদ্যমান টাওয়ার ও স্পেকট্রামের লাইসেন্সের মাধ্যমে আয় করতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।