কমিউনিটি ক্লিনিকের জন্য ১২০ কোটি টাকার ওষুধ কেনা হয়েছে: স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট
কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য ১২০ কোটি টাকার ওষুধ কেনা হয়েছে এবং খুব শিগগিরই এসব ওষুধ সারাদেশের সব উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে বলে জানিয়েছেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুজ্জামান। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারকরণ ও করণীয় বিষয়ক সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।