ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ ঠেকাতে কংগ্রেসে হাকিম জেফ্রিসের রেকর্ড বক্তব্য
ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ‘বিগ বিউটিফুল বিলের’ প্রতিবাদে কংগ্রেসে টানা ৮ ঘণ্টা ৪৬ মিনিটের বক্তব্য দিলেন হাকিম জেফ্রিস। বিলটি আটকাতে ব্যর্থ হলেও ইতিহাসের পাতায় নাম লেখালেন ডেমোক্র্যাট হাউজ লিডার। যদিও দীর্ঘ এই বক্তব্যের মাধ্যমে বিরোধীদের উপহাসের পাশাপাশি নিজ দলেও জেফ্রিসের বিরুদ্ধে তৈরি হয়েছে চাপা ক্ষোভ।