ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ ঠেকাতে কংগ্রেসে হাকিম জেফ্রিসের রেকর্ড বক্তব্য

বক্তব্য দেয়ার সময় হাকিম জেফ্রিস
বক্তব্য দেয়ার সময় হাকিম জেফ্রিস | ছবি: সংগৃহীত
0

ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ‘বিগ বিউটিফুল বিলের’ প্রতিবাদে কংগ্রেসে টানা ৮ ঘণ্টা ৪৬ মিনিটের বক্তব্য দিলেন হাকিম জেফ্রিস। বিলটি আটকাতে ব্যর্থ হলেও ইতিহাসের পাতায় নাম লেখালেন ডেমোক্র্যাট হাউজ লিডার। যদিও দীর্ঘ এই বক্তব্যের মাধ্যমে বিরোধীদের উপহাসের পাশাপাশি নিজ দলেও জেফ্রিসের বিরুদ্ধে তৈরি হয়েছে চাপা ক্ষোভ।

ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নিজ দলের আইন প্রণেতাদের অভিনন্দনে সিক্ত হাকিম জেফ্রিস।

৪ জুলাইয়ের আগেই পার্লামেন্টে ‘বিগ বিউটিফুল বিল’ পাসের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে উচ্চকক্ষে ম্যারাথন ভোটের পর নিম্নকক্ষেও আইনপ্রণেতাদের বাধার মুখে পড়ে বিলটি। 

আজকের (শুক্রবার, ৪ জুলাই) আগে বিলটি পাস করার জন্য উঠে পড়ে লাগে রিপাবলিকান শিবির। এ লক্ষ্যে বিতর্ক শুরু হয় স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায়।

রাতের আধারে বিল পাসের বিরুদ্ধে কংগ্রেসের সংখ্যালঘু নেতা হিসেবে ভোর ৫টার কিছুক্ষণ আগে বক্তব্য শুরু করেন হাকিম জেফ্রিস, বাকিটা ইতিহাস।

তিনি দীর্ঘ এই বক্তব্যে বিলটিকে অনৈতিক দলিল হিসেবে মন্তব্য করেন। তিনি দাবি করেন, বিল পাস হলে মধ্যবিত্ত মার্কিনিরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবেন, ভেঙে পড়বে স্বাস্থ্য সেবা। এসময় তিনি নিজের জীবনের গল্প বলার পাশাপাশি তুলে ধরেন রাজা তৃতীয় জর্জের জীবনী।

প্রায় ৯ ঘণ্টার বক্তব্যে চাঙ্গা থাকতে কয়েক কামড় খাবার ও কিছুক্ষণ পরপরই পানীয়তে চুমুক দেন জেফ্রিস। তবে একবারের জন্যেও পোডিয়াম ছাড়েননি তিনি। 

মূলত বিতর্কের সমাপনী বক্তব্যে যতক্ষণ খুশি কথা বলার সুযোগ পান হাউজ লিডাররা। এটি ম্যাজিক মিনিট নামে পরিচিত। রেকর্ড গড়লেও ট্রাম্পের বিল আটকাতে পারেননি জেফ্রিস। বিলটি পাস হয় ৪ জুলাইয়ের আগেই।

ভাইস প্রেসিডেন্টের দাবি, যেসব আইনপ্রণেতা বিলটির বিরুদ্ধে ছিলেন, জেফ্রিসের দীর্ঘ বক্তব্যে বিরক্ত হয়ে তারাও বিলটির পক্ষে ভোট দিয়েছেন। 

রিপাবলিকান আইনপ্রণেতারা উপহাস করেন ম্যাজিক মিনিট স্পিচ নিয়ে। বিপরীতে নিজ দলকে না জানিয়ে দীর্ঘ বক্তব্য দেয়ায় ডেমোক্র্যাট শিবিরেও জেফ্রিসকে নিয়ে তৈরি হয়েছে চাপা ক্ষোভ।

এসএইচ