টঙ্গীতে হানিট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, গ্রেপ্তার ৬
গাজীপুরের টঙ্গীতে ফেসবুকের মাধ্যমে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক যুবককে ডেকে এনে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। এসময় হানিট্র্যাপ চক্রের ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল (মঙ্গলবার, ১২ আগস্ট) রাতে টঙ্গীর গোপালপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।