
হাড়িভাঙা আম বদলে দিয়েছে রংপুরের অর্থনীতি, বাড়ছে উৎপাদন ও সম্ভাবনা
রংপুরের অর্থনীতির চিত্র বদলে দিয়েছে হাড়িভাঙা আম। মিঠাপুকুর উপজেলাসহ আশপাশের এলাকায় হাড়িভাঙা আম উৎপাদন করে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে রংপুর। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, কেবল রংপুর জেলাতেই চলতি বছর প্রায় আড়াই শ’ কোটি টাকার হাড়িভাঙা আম উৎপাদিত হয়েছে। এতে কৃষক ও ফল বিক্রেতার পাশাপাশি শ্রমিক এবং মৌসুমি ব্যবসায়ীরাও হয়েছেন স্বচ্ছল। গেল বছর জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর হাড়িভাঙা আমের চাহিদাও বেড়েছে বহুগুণে।

হাড়িভাঙা আমের আনুষ্ঠানিক রপ্তানি শুরু
ইউরোপসহ বেশ কয়েকটি দেশে রংপুরে হাড়িভাঙা আমের আনুষ্ঠানিক রপ্তানি শুরু হয়েছে এ বছর। তবে, কয়টি দেশে কত টাকার আম রপ্তানি হচ্ছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই রপ্তানি ব্যুরোর কাছে। ধারণা করা হচ্ছে, এ বছর আম থেকে এক লাখ ডলারের বেশি আয় হবে। তবে হাড়িভাঙা থেকে কত আয় হবে সে তথ্য জানা নেই রপ্তানিকারকদের। বিশ্লেষকরা বলছেন, বিশ্বে বাজার প্রতিষ্ঠিত করতে রপ্তানি নীতিতে পরিবর্তন আনতে হবে। একইসঙ্গে সহজ করতে হবে পুরো প্রক্রিয়া।