রাজধানীতে বাড়ছে সহিংসতা-খুন; ‘বিচারহীনতাই’ কি নেপথ্যে?
0
রাজধানীতে বাড়ছে সহিংসতা-খুন; ‘বিচারহীনতাই’ কি নেপথ্যে?
রাজধানীতে আশঙ্কাজনক হারে বেড়েছে খুনের ঘটনা। একের পর এক নৃশংস ঘটনায় বেড়েছে আতঙ্ক। রাত বাড়লেই যেন অপরাধীরা মেতে ওঠেন অপরাধের মহোৎসবে—এমন অবস্থায় প্রয়োজনের তাগিদে ঝুঁকি নিয়েই বের হতে হয় বলে জানালেন নগরবাসী। বাইরে জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পুলিশ সক্ষমতা বাড়ানোর কথা বললেও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সহিংসতা বাড়ার মূল কারণ বিচারহীনতা।