সবুজ পাহাড়ের ঢালে সারি সারি শোভা পাচ্ছে পাকা আনারস। কাঁধে থুরুং নিয়ে বাগান থেকে বেচার উপযোগী এসব আনারস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে জুমিয়ারা।
বান্দরবান জেলার বিভিন্ন পাহাড়ে চাষ হচ্ছে আনারস। বছরের মার্চ থেকে এপ্রিল মাসে লাগানো হয় চারা এবং মে থেকে জুন মাসে বিক্রির উপযোগী হয় প্রতিটি আনারস। সেই আনারস বিক্রি হচ্ছে স্থানীয় হাট-বাজার ও পর্যটন কেন্দ্রগুলোতে। পাহাড়ে উৎপাদিত জায়ান্ট কিউ আনারস আকারে বড় ও খেতে সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে ভাল।
বড় সাইজের প্রতি জোড়া আনারস বাজারে বিক্রি হয় ১০০ থেকে ১৫০ টাকায়। পাহাড়ের মাটি ও আবহাওয়া আনারস চাষের উপযোগী হওয়ায় ফলনও হয় ভাল। বাজারে ভাল দাম পাওয়ায় খুশি চাষিরা।
আরও পড়ুন:
স্থানীয় চাষিরা জানান, পাহাড়ি আনারস খুব মিষ্টি হয়। গতবছর থেকে এ বছর ফলন ভালো হয়েছে। বেচাকেনাও ভালো চলছে। তাই চাষিরা আশা করছেন, এ বছর লাভবান হবেন তারা।
এদিকে, পাহাড়ে ফলের উৎপাদন বাড়াতে কৃষকদের নানা সহযোগিতার কথা জানান কৃষি বিভাগের কর্মকর্তা।
বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এম এম শাহনেওয়াজ বলেন, ‘বান্দরবানের যে মাটি, এর পুষ্টি উপাদান এবং বৃষ্টিপাতের যে বিতরণ সবমিলিয়ে এখানকার আবহাওয়া সব ধরনের ফল চাষের জন্য উপযোগী।’