বর্তমানে এই মোকামে ৫০০ থেকে ৬০০ ব্যবসায়ী রয়েছে। তাদের হাত ধরে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ মণ মাছের পোনা বিকিকিনি হয়। টাকার অঙ্কে যা দেড় থেকে দুই কোটি টাকা। আর এই হাট ঘীরে জীবিকা নির্বাহ হয় প্রায় দুই হাজার মানুষের। সম্প্রতি বৃষ্টি বেশি হওয়ায় ক্রেতা-বিক্রেতায় সরগরম মোকামটি।
রুই, মৃগেল, কাতলা, শিং, টেংরা, পাবদা, গোলসাসহ সব ধরনের মাছের রেনু ও পোনা মাছ পাওয়া যায় এখানে। এসব মাছ প্রতিদিন ট্রাক, পিকআপ, বাসের ছাদ এমনকি ট্রেনে করে পাঠানো হয় ঢাকা, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, ভোলা, ফরিদপুর, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায়।
আজকের (সোমবার, ৭ জুলাই) বাজারে প্রতিকেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা। মৃগেল ২২০ থেকে ২৮০ টাকা, কাতল ২৫০ থেকে ৩০০ টাকা, সিলভার কার্প ১৫০ থেকে ১৭০ টাকা।
এ ছাড়া শিং মাছ প্রতি হাজার এক হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৫০০ টাকা, টেংরা ৪০০ থেকে ৬০০ টাকা, পাবদা এক হাজার ৫০০ থেকে এক হাজার ৮০০ টাকা।