মার্কেট ক্যাপিটালাইজেশনে ১ বিলিয়ন ডলার ছাড়ালো ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংকের বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশন
ব্র্যাক ব্যাংকের বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশন | ছবি: সংগৃহীত
2

দেশের পুঁজিবাজারে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে এক বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশন অতিক্রম করে এ নৈপুণ্য অর্জন করেছে ব্যাংকটি। আজ (শনিবার, ২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উল্লেখযোগ্য অর্জন ব্যাংকটির পারফরম্যান্স ও ভবিষ্যৎ সম্ভাবনার ব্যাপারে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের অবিচল আস্থার প্রতিফলন। ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক সাফল্যের মূলে রয়েছে ব্যাংকটির করপোরেট সুশাসন, আর্থিক সক্ষমতা এবং দেশি ও বিদেশি ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত দেশ সেরা ক্রেডিট রেটিং। করপোরেট সুশাসন এবং মূল্যবোধ নির্ভর ব্যাংকিংয়ের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত ব্র্যাক ব্যাংক প্রায় সকল প্রধান আর্থিক সূচকে নিজের শীর্ষস্থান ধরে রেখেছে।

ব্লু-চিপ স্টক হিসেবে বিবেচিত ব্র্যাক ব্যাংকের শেয়ার মূল্য সাম্প্রতিক সময়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ উভয় বাজারেই ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। সোমবার (২১ জুলাই) ব্যাংকটির শেয়ারের বাজারমূল্য ৬৩ দশমিক ৭০ টাকায় উন্নীত হয়েছে, যা ফেসভ্যালু (অভিহিত মূল্য) ১০ টাকার তুলনায় উল্লেখযোগ্য ভাবে বেশি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংকটির ১৯৯ কোটি তালিকাভুক্ত শেয়ারের মধ্যে ডিরেক্টর ও স্পন্সরদের অংশ ৪৬ দশমিক ১৭ শতাংশ। এবং বিদেশি বিনিয়োগকারীদের অংশ ৩৩ দশমিক ৭৯ শতাংশ যা বাংলাদেশের ব্যাংকিং খাতে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ। বাকি অংশের মধ্যে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর শেয়ার হোল্ডিংয়ের হার ১৩ দশমিক ২৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের অংশ ৬ দশমিক ৭৬ শতাংশ।

৫ হাজার কোটি টাকার অনুমোদিত ও ১ হাজার ৯৯১ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে ব্র্যাক ব্যাংক সকল গুরুত্বপূর্ণ আর্থিক সূচক যেমন- আর্নিং পার শেয়ার (ইপিএস), রিটার্ন অন ইকুইটি (আরওই), রিটার্ন অন অ্যাসেট (আরওএ), নন-পারফর্মিং লোন (এনপিএল) এবং কর-পরবর্তী মুনাফায় লক্ষণীয় প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখেছে।

ব্র্যাক ব্যাংকের এমন উল্লেখযোগ্য অর্জন সম্পর্কে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘বাংলাদেশের প্রথম এবং একমাত্র ব্যাংক হিসেবে মার্কেট ক্যাপিটালাইজেশনে এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এ মাইলফলক ব্র্যাক ব্যাংকের প্রতি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের অবিচল আস্থারই প্রতিফলন।’

তিনি বলেন, ‘এ অর্জন সকলের কাছে আমাদের শক্তিশালী সুশাসন সংস্কৃতি, বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি ভ্যালু ও ইমপ্যাক্ট তৈরির প্রতিশ্রুতিকে তুলে ধরে। আমরা টেকসই প্রবৃদ্ধি ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’

ইএ