টি সিরিজে ইশতিয়াক; ডাব্বুর আয়োজনে গেয়েছেন তানজিব

বাম থেকে তানজীব, ডাব্বু ও ইশতিয়াক
বাম থেকে তানজীব, ডাব্বু ও ইশতিয়াক | ছবি: এখন টিভি
0

উপমহাদেশের অন্যতম বৃহৎ প্লাটফর্ম টি সিরিজের সাথে যুক্ত হলেন ইশতিয়াক আহমেদ। সুরকার ও সঙ্গীত পরিচালক প্রসেনজিৎ ডাব্বু ঘোষাল যিনি ডাব্বু নামে সমধিক পরিচিত, তার সুর ও সঙ্গীতে গান প্রকাশিত হতে যাচ্ছে তাদের প্লাটফর্ম টি সিরিজ বাংলাতে।

‘ভালোবাসা অকারণ’ শিরোনামে প্রথম গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তানজিব সারোয়ার। গানটি প্রসঙ্গে সঙ্গীত পরিচালক ডাব্বু বলেন, ‘কারণে অকারণে শিরোনামের একটি গান শুনে আমি ২০১৭ তে ইশতিয়াক আহমেদ সম্পর্কে জানি। এবং এরপর থেকে তার সাথে কাজ করার ইচ্ছে ছিল। এবার টি সিরিজ বাংলার সাথে কাজ শুরু করতে গেলে তারাও এ ব্যাপারে আগ্রহ দেখায়। ফলে গানের কাজ শুরু করি। আমাদের এ গানটিও যথেষ্ট ভালো হয়েছে। শ্রোতারা ভালোভাবে নেবে।’

গানটির রেকর্ডিং হয়েছে ঢাকায় মিউজিক ফ্যাক্টরি স্টুডিওতে। আর মিক্স মাস্টার হয়েছে মুম্বাইতে। গানটি এ মাসেই অবমুক্ত করা হবে টি সিরিজ বাংলা চ্যানেল এ।

এর ধারাবাহিকতায় ইশতিয়াক আহমেদের লিরিকে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের আরো গান এই প্লাটফর্মে আসবে বলে টি সিরিজ থেকে জানা গেছে।

এএইচ