আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) ময়মনসিংহ বাউল সমিতির আয়োজনে ৩ দিনব্যাপী এ কর্মশালা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশে প্রখ্যাত বাউল শিল্পী বাউল সুনীল কর্মকার।
এছাড়াও কর্মশালায় অংশ নেয় একঝাঁক শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা বাউল শিল্পীরা।
কর্মশালার শেষ দিনে ক্ষুদে শিল্পের মাঝে প্রদান করা হয় সার্টিফিকেট ও দুজন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
এরপর সংক্ষিপ্ত আলোচনায় আলোচকরা জালাল উদ্দীন খাঁর জীবন ও দর্শন সমর্পকে আলোচনা করতে গিয়ে জানান, জালাল তার গানগুলোকে বিভিন্ন ‘তত্ত্ব’ এ বিন্যস্ত করে প্রকাশ করেন।
সেগুলি-আত্মতত্ত্ব, পরমতত্ত্ব, নিগূঢ়তত্ত্ব, লোকতত্ত্ব, দেশতত্ত্ব ও বিরহতত্ত্ব নামে পরিচিত। বিশ্ব রহস্য নামে তার একটি প্রবন্ধ গ্রন্থও রয়েছে। ১৯৭২ সালের ৩১ জুলাই দেহত্যাগ করেন লোকসংস্কৃতির এই মরমী সাধক।