বাসের ধাক্কায় পিরোজপুরে দু'জন নিহত

0

পিরোজপুরে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের রুহিতলাবুনিয়া এলাকায় বাসের ধাক্কায় ভ্যানে থাকা বাবা-ছেলে নিহত হন। এছাড়া আরো তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের মাহাবুব মোল্লা (৪৫) ও তার ছেলে ইয়াত মোল্লা (১৫)।

এলাকাবাসী জানান, সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা তিনজনসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে দুজনের মৃত্যু হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সেজু