ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে বিচার চেয়ে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

0

দেশব্যাপী সাম্প্রতিক ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে ও দ্রুত ধর্ষকদের বিচারসহ সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

আজ (রোববার, ১৯ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে কর্মসূচিটি পালন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসির আরাফাত ইশান, জুবায়ের আল ইসলাম সেজান, টিএম মুশফিক, সাদিয়া আহম্মেদ সিনহা ও লাবন্য ছোয়া।

এ সময়ে বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণ-আন্দোলনে সম্মুখ সাড়িতে ছিলেন দেশের মা-বোনেরা। অথচ আজ ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে তারাই ধর্ষণ, নির্যাতনের শিকার হচ্ছে। অতিদ্রুত ধর্ষক, নির্যাতনকারীদের কঠোর শাস্তি নিশ্চিতসহ নারীদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এএম