নারী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

নারী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি | এখন
0

নারী নিরাপত্তা ও অধিকার সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে নারী শিক্ষা থেকে ঝড়ে পড়া রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ (রোববার, ৯ মার্চ) সকাল ১০টা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বরগুনার সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা জানান, সারাদেশে কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রেই যৌন হয়রানি বৃদ্ধি পাচ্ছে। তিন বছরের শিশু থেকে বৃদ্ধ সকলেই হয়রানির শিকার হচ্ছে।

সারাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ধর্ষকদের দ্রুত শাস্তির দাবী জানান শিক্ষার্থীরা। এছাড়া, ধর্ষণ, যৌন নিপীড়ন, পারিবারিক নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়ন সহ বিশেষ নারী আদালত প্রতিষ্ঠার দাবিও জানান তারা।

পরে, দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

এএইচ