রাঙামাটিতে ঈদকে ঘিরে চাঙ্গা প্রসাধনীর বাজার

রাঙামাটিতে ঈদকে ঘিরে চাঙ্গা প্রসাধনীর বাজার | এখন টিভি
0

ঈদ যত ঘনিয়ে আসছে ততই রাঙামাটির বিপণি বিতানগুলোর প্রসাধনী পণ্যের দোকানগুলোতে বেড়ে চলছে ক্রেতাদের ভিড়। রূপচর্চার প্রধান অনুষঙ্গ প্রসাধনী পণ্যের বিপুল সমাহার থেকে পছন্দের প্রয়োজনীয় পণ্য কিনতে নারী ও শিশুদের উচ্ছ্বাসই দেখা গেছে বেশি। গুণগত মান ভালো আর দাম কম হওয়ায় বিদেশি ব্র্যান্ডের চেয়ে দেশীয় পণ্যের প্রতি আগ্রহ বেড়েছে ক্রেতাদের। চলতি মৌসুমে প্রসাধনীর বাজারে কয়েক কোটি টাকার পণ্য বেচাবিক্রির আশা বিক্রেতাদের।

বছরজুড়ে চাহিদা থাকলেও ঈদসহ নানা উৎসবে কয়েকগুণ বেচাকেনা বাড়ে প্রসাধনীর। বর্তমান বাজারে বিদেশি পণ্যের পাশাপাশি বাড়ছে দেশিয় প্রসাধনীর চাহিদা ও আধিপত্য।

পার্বত্য জেলা রাঙামাটিতে রোজার শেষ মুহূর্তে জমে উঠতে শুরু করেছে প্রসাধনী পণ্যের বাজার।এসব দোকানে মেহেদি, লিপিস্টিক, নেলপলিশ, আইশ্যাডো, আইলাইনারসহ সাজসজ্জার নানা পণ্য বিক্রি হয়। একদিকে বিদেশি প্রসাধনীর মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব, অপরদিকে বাজারে মিলছে মানসম্পন্ন নানা দেশিয় পণ্য। এতে করে বাড়ছে ক্রেতাদের চাহিদা।

ক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘দেশিয় পণ্যে ভরসা পাই। আমার মনে হয় এখন দেশিয় পণ্যের চাহিদা বেড়েছে।’

অন্য বছরগুলোর তুলনায় এবার বিদেশি পণ্যের চেয়ে দেশীয় পণ্যের চাহিদা বেড়েছে বেশি। দামে কম ও মান ভালো হওয়ায় দেশীয় প্রসাধনীর বিক্রি বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা।

বিক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘দেশি পণ্যগুলো ভালো এবং এগুলোর চাহিদা বেশি।’

ঈদকে ঘিরে রাঙামাটিতে চলতি মৌসুমে প্রসাধনীর বাজারে কয়েক কোটি টাকার পণ্য বেচা বিক্রির আশা বিক্রেতাদের।

এসএইচ