ঈদের পর চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে সরবরাহ স্বাভাবিক

খাতুনগঞ্জের বাজারে পেঁয়াজ-রসুনসহ ভোগ্যপণ্যের সরবরাহ
খাতুনগঞ্জের বাজারে পেঁয়াজ-রসুনসহ ভোগ্যপণ্যের সরবরাহ | ছবি: এখন টিভি
0

ঈদ পরবর্তী সময়ে চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে পুরোদমে খুলেছে দোকানপাট। পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন ভোগ্যপণ্যের সরবরাহও বেড়েছে। প্রতিদিন ট্রাকযোগে আসছে এসব পণ্য। তবে বৈরী আবহাওয়ার কারণে এখনো বেচাকেনা জমে ওঠেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) বাজারে দেখা যায়, দেশি পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫৩ টাকা কেজি দরে। রসুন ১৪২ থেকে ১৪৫ এবং আদা মানভেদে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ১১০ টাকা কেজিতে।

ব্যবসায়ীদের দাবি, সরবরাহ স্বাভাবিক থাকলেও বেচাবিক্রি এখনও ঈদের আগের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম। সাধারণত খাতুনগঞ্জের চার হাজারের বেশি দোকান ও গুদামে প্রতিদিন গড়ে আড়াই হাজার কোটি টাকার লেনদেন হলেও বর্তমানে তা অনেকটাই নিচে নেমে এসেছে।

এনএইচ