গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে উত্তাল ময়মনসিংহের টাউনহল

গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে উত্তাল ময়মনসিংহের টাউনহল | এখন
0

গাজায় ইসরাইলের নৃশংসতা ও গণহত্যার প্রতিবাদে সারা দেশের মতো ময়মনসিংহের টাউন হলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সর্বস্তরের জনগণ।

আজ (সোমবার, ৭ এপ্রিল) সকাল থেকেই মিছিল স্লোগানে উত্তাল ছিল টাউনহল মোড়। বেলা ১১ টার পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে একে একে জড়ো হতে থাকে টাউনহল মোড়ে।

পরে বিক্ষোভে যোগ দেয় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গসংগঠনসমূহও। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা ইসরাইলের বিরুদ্ধে সকল মুসলিম বিশ্বকে এক হয়ে প্রতিরোধ গড়ার পাশাপাশি ইসরাইলি এবং ভারতীয় পণ্য বয়কটের আহবান জানান।।

আর যেন কোনো শিশুসহ একজন ফিলিস্তিন নাগরিক গণহত্যার শিকার না হয় এমন দাবির বিষয়ে বিশ্বের সকল ক্ষমতাধরদের প্রতি আহ্বান জানানো হাজারো মানুষ।

এএইচ