গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ | এখন
0

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় গণহত্যার দায়ে বিশ্ব মানবতার শত্রু ইসরাইলের বিচার দাবি ও পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।

আজ (সোমবার, ৭ এপ্রিল) দুপুরে রাঙামাটি শহরের দোয়েল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজার জন্য বিশ্বব্যাপী ধর্মঘট কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এ বিক্ষোভ করা হয়।

এর আগে শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি ও বনরূপাসহ বিভিন্ন স্থান থেকে প্ল্যাকার্ড হাতে ছাত্রজনতা মিছিল নিয়ে দোয়েল চত্বরে সমাবেশে যোগ দেয়।

বক্তারা গাজার জন্য ইনসাফ, ন্যায়, শান্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানান। এছাড়া ইসরাইলি পণ্য বয়কটের আহবান জানান। একইসাথে গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেয়া হয়।

সমাবেশে বক্তব্য রাখেন-মাওলানা আখতার হোসেন চৌধুরী, রেজাউল করিম নঈমী, এবিএম তোফায়েল উদ্দিন, আবুল হাশেম, মাওলানা শরীয়তুল্লাহ প্রমুখ।

এছাড়া রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীর গাজার জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে আজ কলেজের পূর্বনির্ধারিত ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করে। সকালে কলেজ এলাকায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল শেষে মূল ফটক বন্ধ করে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীর। এর ফলে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল।

এএইচ