আজ (শনিবার, ১২ এপ্রিল) টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আযম খান বলেন, 'এখন আর দিনের ভোট রাতে হবে না। সকল ভোটারগণ নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সকলেই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন।'
উপজেলার রফিক কনভেনশন সেন্টারে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, আমজাদ হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি একব্বর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাছেত মাস্টার প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির ১০টি ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।