আজ (রোববার, ১৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী তুলে দেন বান্দরবান ২৭ আনসার ব্যাটালিয়ন পরিচালক দেওয়ান মাতলুবুর রহমান।
এসময় তিনি বলেন, 'এই প্রথমবারের মতো ৫১২ জন অমুসলিম হিল ভিডিপি সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।'
গত এক বছরে পাহাড়ে বিরাজমান নানা সমস্যার কথা বিবেচনা করেই মহাপরিচালক এমন মানবিক উদ্যোগ নিয়েছেন।
এসময় জেলা কমান্ড্যান্ট মো. মোতালিব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।