আকস্মিক পরিদর্শনে গিয়ে ও তিন শিক্ষককে অব্যাহতির নির্দেশ দেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।
অব্যাহতি পাওয়া তিন শিক্ষক হলেন, উপজেলার অ্যাডভোকেট নুরুল ইসলাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহকারী শিক্ষক মো. আব্দুল আলিম ও একই স্কুলের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ এবং কুলকান্দি শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম।
জানা গেছে, পরীক্ষায় মঙ্গলবার সাড়ে ১১টার দিকে উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে আকস্মিক পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।
এসময় কক্ষ পরিদর্শকের উপস্থিতিতে পরীক্ষার্থীরা একে অপরের উত্তরপত্র দেখাদেখি করে লিখছিল।
পরে তাদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দেন (ইউএনও) মো. তৌহিদুর রহমান। পরবর্তীতে বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজের কেন্দ্র সচিব এ কে এম মোস্তফা কামাল ওই তিন শিক্ষককে লিখিতভাবে অব্যাহতি প্রদান করেন।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা করায় তিনজন শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে। চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্ব অবহেলার কোনো সুযোগ নেই।’