শেরপুরে নিখোঁজের দুইদিন পর রং মিস্ত্রির লাশ উদ্ধার

শেরপুরে নিখোঁজ রংমিস্ত্রির লাশ উদ্ধার
শেরপুরে নিখোঁজ রংমিস্ত্রির লাশ উদ্ধার | ছবি: এখন টিভি
0

শেরপুরে নালিতাবাড়ি থেকে নিখোঁজের দুইদিন পর রং মিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে। আজ (সোমবার, ২৮ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার শিমুলতলা এলাকার ভোগাই নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (২৬)। সে নালিতাবাড়ি উপজেলার শিমুলতলা মহাখালী এলাকার সামেদুল ইসলামের ছেলে এবং পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুইদিন আগে বাড়ি থেকে বের হয়ে ফিরেননি জাহাঙ্গীর। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এদিকে আজ সোমবার সকালে নালিতাবাড়ি উপজেলার শিমুলতলা এলাকার ভোগাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর খবর পেয়ে দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের সুরতহাল তৈরির পর জানা যায় লাশটি নিখোঁজ রং মিস্ত্রী জাহাঙ্গীর আলমের।

এ বিষয়ে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি শেরপুর মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ