নাটোরে চুরির অপবাদ দেয়ায় প্রতিবেশীকে হত্যা

ছুড়িকাঘাত
ছুড়িকাঘাত | ছবি: প্রতীকি
0

নাটোরে মোবাইল চুরির অপবাদ দেয়ায় এক প্রতিবেশীর বিরুদ্ধে রিকশাচালককে হত্যার অভিযোগে উঠেছে। অভিযুক্ত প্রতিবেশীর নাম সালমান রহমান।

আজ (৩০ এপ্রিল, বুধবার) সন্ধ্যা ৭টার দিকে জেলার সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, আজ সকালে তেগাছি এলাকার খোরশেদ আলম নামে এক রিকশাচালক প্রতিবেশী সালমান রহমানকে মোবাইল চুরির অপবাদ দেয়। এনিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে আজ সন্ধ্যা ৭টার দিকে সালমান খোরশেদ আলমকে একা পেয়ে গলার নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা খোরশেদ আলমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত খোরশেদ আলম তেগাছি এলাকার ইমতিয়াজ আলীর ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত সালমান রহমানকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এনএইচ