খুলনা অঞ্চলের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

দিনের বেলা মানুষের চলাফেরা অনেকটা কমে গেছে
দিনের বেলা মানুষের চলাফেরা অনেকটা কমে গেছে | ছবি: সংগৃহীত
0

টানা পাঁচ দিন মৃদু ও মাঝারি তাপপ্রবাহে পুড়ছে খুলনা অঞ্চল। গতকালও (রোববার) খুলনায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিরাজ করেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ (সোমবার, ১২ মে) এই অঞ্চলে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে।

তীব্র গরমে জনজীবনে পড়েছে বিরূপ প্রভাব। প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হতে চাচ্ছে না। হাসপাতালগুলোতে গরমজনিত রোগের সংখ্যা বাড়ছে। গরমে শিশু ও বৃদ্ধদের গরমজনিত অসুখের পাশাপাশি অন্যান্য রোগের উপসর্গ দেখা দিচ্ছে।

‘হিট স্ট্রোকে’ আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে তীব্র গরমে। উত্তপ্ত আবহাওয়ার মাঝে লোডশেডিংও চলছে মাঝে মাঝে। এতে জনজীবনে বিরূপ প্রভাব পড়ছে।

দিনের বেলা মানুষের চলাফেরা অনেকটা কমে গেছে। রোদের তীব্রতা এড়াতে মানুষ ছায়া জায়গায় অবস্থান করছেন। সূর্যের আলো পশ্চিম আকাশে হেলে পড়তে মানুষের চলাফেরা কিছুটা বাড়ছে; সেই সাথে কোমল পানীয় বেশি বেশি পান করছেন মানুষ।

এনএইচ