যশোরে দুই দিনব্যাপী আঞ্চলিক কৃষি গবেষণা সম্প্রসারণ কর্মশালা

আঞ্চলিক কৃষি গবেষণা সম্প্রসারণ কর্মশালা
আঞ্চলিক কৃষি গবেষণা সম্প্রসারণ কর্মশালা | ছবি: এখন
0

যশোরে শুরু হয়েছে দুই দিনব্যাপী আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা। আজ (বুধবার, ২১ মে) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যশোরের আয়োজনে শুরু হওয়া এই কর্মশালায় সভাপতিত্ব করেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলতাফ হোসেন।

কর্মশালার উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের পরিচালক (কন্দাল ফসল) কর্মকর্তা ড. মতিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, কৃষি অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাসসহ অন্যান্যরা।

এ সময় বক্তরা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণার বিকল্প নেই। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রগুলো এই কাজে অগ্রণী ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, সীমিত কৃষি জমিতে অধিক উৎপাদন নিশ্চিত করা এবং কৃষকদের আয় বৃদ্ধি এসবের জন্য প্রয়োজন আধুনিক কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ। গবেষণালব্ধ প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে পারলেই টেকসই কৃষি উন্নয়ন সম্ভব।

কর্মশালার প্রথম দিনে খুলনা বিভাগের ১০ জেলার কৃষি বিভাগের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, কৃষকসহ ৮০ জন অংশগ্রগণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজুর রহমান।

ইএ