চাঁদপুরে ডায়াগনস্টিক সেন্টার থেকে সরকারি সিরিঞ্জ জব্দ

ডায়াগনস্টিক সেন্টার থেকে জব্দকৃত সরকারি সিরিঞ্জ
ডায়াগনস্টিক সেন্টার থেকে জব্দকৃত সরকারি সিরিঞ্জ | ছবি: এখন টিভি
0

চাঁদপুরে নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৪৮৪ পিস সরকারি সিরিঞ্জ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আজ (রোববার, ২৫ মে) দুপুরে শহরের মাতৃপীঠ স্কুলের পাশে এ অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযানে নেতৃত্ব দেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় সরকারি সিল মারা ৪৮৪ পিস সিরিঞ্জ উদ্ধার করা হয়। যা বিনামূল্যে সরকারি হাসপাতালে ব্যবহারের কথা।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৩০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মো. রাকিব সরকারি সিরিঞ্জ ব্যাবহারের জন্য ভুল স্বীকার করে বলেন, ‘আমি এসবের ব্যাপারে জানতাম না। আমার স্টাফরা এ কাজ করেছে। সরকারি জিনিস কিনে বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবহার করা আমাদের উচিত হয়নি। এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’ ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ারও অঙ্গীকার করেন তারা।

এএইচ