পটুয়াখালীর রাবনাবাদ নদে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

রাবনাবাদ নদে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
রাবনাবাদ নদে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন | ছবি: এখন টিভি
0

পটুয়াখালীর গলাচিপা উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ‘রামনাবাদ সেতু’ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২৭ মে) সকাল সাড়ে ১০টায় গলাচিপা ফেরিঘাট এলাকায় উপজেলার মানুষ সেতু নির্মাণের কার্যক্রম শুরুর জন্য মানববন্ধনে অংশ নেয়।

সেতুটি নির্মাণ হলে ঢাকাসহ পর্যটন কেন্দ্র কুয়াকাটা, পাথরঘাটা ও ভোলা জেলার সাথে গলাচিপার সড়ক যোগাযোগ আরো সহজ হবে বলে দাবি তাদের। এছাড়া, কৃষি ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন ও উন্নতি হবে।

গলাচিপায় ছোট বড় ৫২টি চরসহ পুরো উপজেলায় কোটি কোটি টাকার তরমুজ, ধান, ডাল, সবজি ও মাছ দেশের বিভিন্ন স্থানে পৌছাতে সহজ হবে। সেতুটি নির্মাণ হলে সম্ভাবনাময় এ উপজেলার বিশাল এলাকা জুড়ে বিভিন্ন কলকারখানা স্থাপনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে দাবি বক্তাদের।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শাহ আলম, উপজেলা আমির মাওলানা মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সোহবাহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি নাজমুল হুদা রিপন, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাদল প্রমুখ।

এএইচ