সিলেটের বিভিন্ন সীমান্তে এক রাতেই ৬৪ জনকে ‘পুশ ইন’

সিলেটের বিভিন্ন সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী
সিলেটের বিভিন্ন সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী | ছবি: সংগৃহীত
0

সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে এক রাতেই ৬৪ জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ (বুধবার, ২৮ মে) ভোর রাত ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।

৪৮ বিজিবি জানায়, সিলেটের জৈন্তাপুর সীমান্তের মিনাটিলা, শ্রীপুর ও জকিগঞ্জের সীমান্ত দিয়ে কয়েকটি গ্রুপে ভাগ করে ‘পুশ ইন’ করা হয় তাদের।

এ সময় বিজিবির টহল দল অবৈধভাবে অনুপ্রবেশকারী হিসেবে সবাইকে আটক করে। তবে তারা সবাই বাংলাদেশি বলে উল্লেখ করে বিজিবি জানায়, অনেক আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন তারা।

আটকদের মধ্যে কুড়িগ্রামের ৫১ জন, যশোরের ৯ জন এবং বাগেরহাটের ৪ জন রয়েছে। এই ৬৪ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ২০ জন নারী ও শিশু ২৬ জন।

বিজিবি জানায়, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এসএইচ