চট্টগ্রাম রেল স্টেশনে দুদকের অভিযান

দুদকের অভিযান
দুদকের অভিযান | ছবি: সংগৃহীত
0

ছদ্মবেশে চট্টগ্রাম রেল স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যরা। আজ (বুধবার, ২৮ মে) সকাল সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় আরএনবির এক সদস্যের কাছে নিজেরাই বাড়তি দামে মহানগর এক্সপ্রেস ট্রেনের টিকিট কিনে নেন। অভিযানের সময় ওই ট্রেনটিতে উঠে দেখা যায় বেশ কয়েকজন যাত্রী বিনা টিকেটে ভ্রমণ করছেন। এসময় বিভিন্ন বগিতে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন দুদক সদস্যরা।

টিকিট কালোবাজারি, বিনা টিকেটে ভ্রমণে সহায়তার জন্য মহানগর গোধুলি ট্রেনের টিকিট চেকার, বগির অ্যাটেনডেন্স ও রেল পুলিশের ওই সদস্যের সম্পৃক্ততা পায় দুদক।

দুদক কর্মকর্তারা জানান, এ তিনজনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে কমিশনের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। একইসাথে সতর্ক করা হয়েছে স্টেশন ম্যানেজারকে। রেলে শতভাগ ডিজিটাল টিকিট বিক্রির পরও কালোবাজারি হওয়ার পেছনে দায়িত্বে অবহেলা আছে বল জানান দুদক কর্মকর্তারা।

এএইচ