ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, ভাড়া দ্বিগুণে চরম ভোগান্তি

যাত্রীদের কাছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
যাত্রীদের কাছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ | ছবি: এখন টিভি
1

ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের মানুষ। আজ (বুধবার, ১১ জুন) সকাল থেকেই সিরাজগঞ্জের কড্ডার মোড় ও হাটিকুমরুল মোড়ে দেখা গেছে কর্মজীবী মানুষের প্রচণ্ড ভিড়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এবং যারা অগ্রিম টিকিট কাটতে পারেননি, তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বাসের জন্য।

যাত্রীরা অভিযোগ করেন, পরিবহন সংশ্লিষ্টরা যাত্রীবাহী বাসে দ্বিগুণ ভাড়া আদায় করছে। যে কারণে অনেকেই পরিবারসহ দীর্ঘ সময় মহাসড়কে দাঁড়িয়ে থেকে চরম দুর্ভোগে পড়ছেন। তীব্র গরমে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

তবে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের কোথাও যানজট না থাকায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ভোগান্তি ছাড়াই ঢাকার উদ্দেশে যাত্রা করতে পারছে।








ইএ