ময়মনসিংহে পরিবহন সংকট; বাড়ছে ঢাকামুখী যাত্রী চাপ

মাসকান্দা বাস স্ট্যান্ডে ঢাকামুখী যাত্রীদের অপেক্ষা
মাসকান্দা বাস স্ট্যান্ডে ঢাকামুখী যাত্রীদের অপেক্ষা | ছবি: এখন টিভি
0

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে আবারও কর্মস্থলে ফিরতে ঢাকামুখী যাত্রী চাপ বাড়ছেই। আজ (শনিবার, ১৪ জুন) সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ রুটে মাসকান্দা বাস স্ট্যান্ডে টিকিট কাটতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ।

অন্তত ১০ টি বাসের টিকিট অগ্রিম বিক্রির পর পরিবহন সংকটে পড়লে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন সাধারণ যাত্রীরা। বন্ধ রাখা হয় টিকিট বিক্রি। মাসকান্দা বাস স্ট্যান্ডে ইউনাইটেড ট্রাভেলসের ২০০ বাসের মধ্যে স্ট্যান্ডে আছে মাত্র কয়েকটি। এসি বাসের টিকিটের তুমুল চাহিদা থাকলেও বাস না থাকায় অপেক্ষা করেন যাত্রীরা ।

এদিকে অন্যান্য বাসগুলো ভাড়া একটু বেশি নিলেও যাত্রী চাপ কুলিয়ে উঠতে হিমশিম অবস্থা তাদের। যাত্রীরা জানান, আসা এবং ফেরা দুটোতেই দুর্ভোগ পোহাতে হচ্ছে চরম। এদিকে মহাসড়ক জুড়ে যানজটে গতি কমেছে পরিবহনের। ফলে ৩ ঘণ্টার পথ যেতে হচ্ছে ৮ থেকে ১০ ঘণ্টায়।

ইএ