আজ (রোববার, ১৫ জুন) সকাল থেকে ট্রাক প্রবেশের কথা থাকলেও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করেনি। সারাদিন বসে থেকেও কোনো কাজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে শ্রমিকদের।
বন্দরের শ্রমিক রফিক বলেন, ‘ঈদের ছুটিতে এমনিতেই কাজকর্ম ছিল না। আজ বন্দর খুলেছে ভেবে আশায় ছিলাম, কিন্তু সারাদিন বসে থেকেও কোনো ট্রাক আসেনি। আজকেও খালি হাতে বাড়ি ফিরতে হবে।’
একই সুরে কথা বলেন আরেক শ্রমিক নবিন। তিনি বলেন, ‘আমরা দিনমজুর মানুষ, যা কামাই করি তা দিয়েই সংসার চলে। আজও কোনো ইনকাম হলো না। হাতে বাজারের ব্যাগ নিয়ে এসেছিলাম, এখন খালি ব্যাগই নিয়ে বাড়ি ফিরবো।’
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, ‘আজ থেকে ভারতীয় পণ্য আমদানির কথা ছিল। কিন্তু ভারতীয় কাস্টমসের সার্ভার সমস্যার কারণে ট্রাক ঢুকতে পারেনি। এতে আমদানিকারকরা চরম সমস্যায় পড়েছেন।’
তিনি আরো বলেন, ‘বিশেষ করে যারা কাঁচা পণ্য আমদানি করছেন, তারা মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারেন।’
প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষে গত ৫ থেকে ১৪ জুন পর্যন্ত হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।