চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ; অভিযুক্ত হেলপার আটক

লিটন মিয়া
লিটন মিয়া | ছবি: এখন টিভি
0

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হেলপার লিটন মিয়াকে আটক করেছে র‍্যাব-৯। গতকাল (সোমবার, ১৬ জুন) দিবাগত রাত ১২টার দিকে সিলেটের জালালপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে র‍্যাব-৯ এর মিডিয়া উইং নিশ্চিত করেছে।

এর আগে বাসচালককে স্থানীয় জনতা হাতেনাতে ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে। গত রোববার (১৫ জুন) রাতে, নবীগঞ্জ-শেরপুর সড়কের আউশকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে।

ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী সকালে ঢাকার সায়েদাবাদ থেকে একটি বাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও, বাসে ঘুমিয়ে পড়ায় তিনি শেরপুর বাসস্ট্যান্ডে পৌঁছান।

সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে একটি লোকাল বাসে চড়ে বানিয়াচংয়ের উদ্দেশে রওনা দেন।

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় পৌঁছালে বাসচালক ও হেলপার অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে ছাত্রীটিকে একা পেয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ভুক্তভোগীর চিৎকারে তিনতালাব পুকুর পাড় এলাকায় স্থানীয় লোকজন বাসটি থামিয়ে ফেলে। তারা বাসচালককে আটক করে এবং খবর দিলে সেনাবাহিনীর একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পরে ভুক্তভোগী ও বাসচালককে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এসএস