৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের মধ্যে তিনজন পুরুষ, সাতজন নারী ও ১০ জন শিশু রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
আটকদের নাম-ঠিকানা যাচাই শেষে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে জোর প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান লে. কর্নেল ফাহাদ মাহমুদ।
এর আগে, গত ৩ জুন ভোলাহাট উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে ৮ জনকে ও ২৭ মে গোমস্তাপুর উপজেলার বিভিষন সীমান্ত দিয়ে ১৭ জনকে ‘পুশ ইন’ করে বিএসএফ।