মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

রেল লাইন
রেল লাইন | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জে রেললাইনে বসে গল্প করার সময় ট্রেনে কাটা পড়ে তিন যুবক মারা গেছেন। তারা তিন বন্ধু বলে জানায় পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) রাত ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আরাফাত হোসেন, মো আনিস ও রিয়াজ। তাদের সবার বয়স ১৮ বছর। তিনজনই স্থানীয় জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, নিহত তিনজনসহ রেললাইনের ওপর বসে গল্প করছিলেন পাঁচ বন্ধু। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে দুইজন নিরাপদে সরে যেতে পারলেও তিন বন্ধু কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এরপর স্থানীয় জনতা তাদের উদ্ধার করে মস্তান নগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনা তদন্ত করছে রেলওয়ে পুলিশ।

এসএস