ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর দখল নিয়ে সংঘর্ষ; এক ব্যক্তির কব্জি বিচ্ছিন্নসহ আহত ৫

হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা
হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা | ছবি: এখন টিভি
2

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের একটি পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তির হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। আজ (রোববার, ২২ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেলওয়ের মালিকানাধীন ওই পুকুরটি লিজ নিয়ে ব্যবহারের দাবি করে আসছিলেন গ্রামের ইছাম উদ্দিন ও ইদ্রিস মিয়া নামের দুই ব্যক্তি। এই লিজ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অবশেষে রোববার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।

সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্য চারজনকে ভর্তি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, উভয় পক্ষই পুকুর লিজ নেওয়ার দাবি করছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএ