বেলেঘাটা ভূমি রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে বেলা ১১টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। তিনি এ বিষয়ে যথাযথ পদক্ষেপের আশ্বাস দেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, যশোর মেডিকেল কলেজ সংলগ্ন হরিণার বিল এলাকার জমির ওপর দিয়ে সঞ্চালন লাইনের পিলার বসানোর কাজ করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে জমির মালিকদের কোনো রকম অবহিত না করেই জোরপূর্বক নির্মাণকাজ চালানো হচ্ছে।
ক্ষতিগ্রস্তদের দাবি, মেডিকেল কলেজ স্থাপনের পর থেকে ওই এলাকায় মানুষের বসতি এবং জমির মূল্য বৃদ্ধি পেয়েছে। এখন প্রতি শতক জমির দাম ৮ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত। অথচ এই উচ্চ ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইন বসানো হলে জমিগুলোর ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। এতে তাদের কোটি টাকার ক্ষতি হবে।
তারা দাবি করেন, লাইনের দুই পাশের সব জমি বাজারমূল্যে অধিগ্রহণ করতে হবে। তা না হলে ‘যে কোনো মূল্যে’ নির্মাণকাজ প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব রফিকুল ইসলাম, উপদেষ্টা জিল্লুর রহমান ভিটসহ অন্যান্য ভুক্তভোগীরা।