জনগণের বিরুদ্ধে দাঁড়ালেই গণঅভ্যুত্থান হবে: নাহিদ ইসলাম

পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম
পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসের পক্ষ নেবে; তাদের বিরুদ্ধে বারবার গণঅভ্যুত্থান হবে। আজ (বুধবার, ২ জুলাই) কুড়িগ্রামের রাজারহাটে জুলাই পথযাত্রার দ্বিতীয় দিনে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনার পতন আমাদের শিক্ষা দেয়, কোনো স্বৈরাচার চিরকাল ক্ষমতার মসনদে টিকে থাকতে পারে না। যে নতুন বাংলাদেশের স্বপ্নে অভ্যুত্থান হয়েছিল, তা এখনও অর্জন করা যায়নি। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের পথচলা অব্যাহত থাকবে।’

এর আগে সকাল সাড়ে ১০টায় রংপুরের সাতমাথা থেকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রা শুরু করেন। তারা বালাটাড়ি এলাকায় জনসাধারণের সঙ্গে কথা বলে কুড়িগ্রামের পথে যাত্রা করেন।

পদযাত্রায় অংশগ্রহণ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারা ও ‘জুলাই যোদ্ধারা’।

এই কর্মসূচি থেকে এনসিপি দাবি তোলে; জুলাই গণহত্যার বিচার, গণ পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান রচনা এবং ‘জুলাই ঘোষণাপত্র’ আদায়ের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশিত রাষ্ট্রব্যবস্থা গঠনের।

উল্লেখ্য, ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র সূচনা হয়। রংপুর থেকে যাত্রা শুরু করে প্রথম দিন গাইবান্ধা হয়ে ফিরে আসে রংপুরে। আজ পদযাত্রা পৌঁছায় কুড়িগ্রাম ও লালমনিরহাটে। আগামীকাল এটি পৌঁছাবে নীলফামারিতে।

এনএইচ