গাজীপুরে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মরদেহ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ

বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল
বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল | ছবি: এখন টিভি
1

সন্ত্রাসী হামলায় গাজীপুরের বিশিষ্ট সমাজ সেবক নাসির উদ্দিন পালোয়ান নিহত ও তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) বিকেলে নগরীর জরুন এলাকার কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়কে লাশবাহী গাড়ি নিয়ে শত শত নারী পুরুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় প্রায় একঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজ সেবক নাসির উদ্দিন পালোয়ান এলাকার মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান উন্নয়নে সব সময় কাজ করেছেন। তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় তীব্র ক্ষোভে রাস্তায় নেমে হত্যাকাণ্ডে দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন তারা।

উল্লেখ্য, পূর্ববিরোধের জের ধরে ওয়াসিফ সালিম ও তার সহযোগীরা গত ২৭ মে দেশিয় অস্ত্র নিয়ে নাসির উদ্দিন পালোয়ানের বাড়িতে হামলা চালায়। এতে নাসির উদ্দিনসহ পরিবারের চারজন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থেকে ২ জুলাই নাসির উদ্দিন পালোয়ান মারা যান। বৃহস্পতিবার বিকেলে তার লাশবাহী গাড়ি এলাকায় পৌঁছলে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনাটি ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে নিহতের ছেলে শাহ আলম পালোয়ান কোনাবাড়ি থানায় মামলা দায়ের করেছেন।

সেজু