দেশের বিভিন্ন জেলায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি | ছবি: এখন টিভি
1

৬ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। দাবি না মানলে সেপ্টেম্বর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

চট্টগ্রামে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। ৬ দফা দাবি সম্বলিত ব্যানার হাতে নিয়ে আন্দোলনকারীরা জানান, পেশাগত মর্যাদার দিক থেকে দীর্ঘদিন ধরে তারা অবহেলিত। পদ বৈষম্যের পাশাপাশি পদমর্যাদাতেও রয়েছে বৈষম্য।

এদিকে, ময়মনসিংহে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য সহকারীরা দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন।

টাঙ্গাইলেও একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। জেলা সদরে এই কর্মসূচিতে অংশ নেয় ১২ উপজেলার সাড়ে তিন শ’ আন্দোলনকারী।

নোয়াখালীতে সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি থেকে ইপিআই টিকা কার্যক্রমসহ মাঠপর্যায়ের স্বাস্থ্য সেবা ও যাবতীয় কার্যক্রম বন্ধের হুমকি দেন আন্দোলনকারীরা।

এসএস