ভাড়া দিতে দেরি: ভাড়াটিয়াদের ঘরে রেখেই তালা দিলেন মালিক

ভাড়া না দেয়ায় ঘরবন্দি ভাড়াটিয়ারা
ভাড়া না দেয়ায় ঘরবন্দি ভাড়াটিয়ারা | ছবি: এখন টিভি
1

সুনামগঞ্জে বাসা ভাড়া দিতে তিনদিন দেরি হওয়ায় ভাড়াটিয়াকে ঘরের ভেতর রেখে বাইরে তালা লাগিয়ে দিয়েছেন বাড়ির মালিক। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের রায় পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুন মাসের ভাড়া দিতে তিন দিন দেরি হওয়ায় বাসার মালিক ইউসুফ চৌধুরী ভাড়াটিয়াদের ঘরের ভিতর রেখেই মঙ্গলবার ভোরে বাসার বাইরের দরজায় তালা লাগিয়ে দেন। পরে বাসার ভেতরে থাকা ইমন বর্মণের পরিবার ঘুম থেকে উঠে বাইরে যেতে গেলে দরজা বন্ধ পান। পরে জানালা দিয়ে ভুক্তভোগীর পরিবার চিৎকার দিয়ে আশেপাশের মানুষদের ডাকলে তারা এসে দেখেন ঘরের বাইরে দরজায় তালা দেওয়া।

পরে স্থানীয়রা বিষয়টি সদর থানা পুলিশকে জানালে পুলিশের একটি টিম ঘরবন্দী মানুষদের উদ্ধার করে। বাসার মালিকের এমন ঘটনায় এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠেছে।

‎পার্শ্ববর্তী ভাড়াটিয়া স্বপন চন্দ্র বলেন, ‘ইমনের পরিবার ঘরে আটকে থাকা অবস্থায় চেঁচামেচি শুনে আমরা এসে দেখি বাইরে তালা লাগানো। মানুষের সমস্যা হতেই পারে। ভাড়া দিতে মাত্র তিন দিন দেরি হয়েছে বলে বাসার মালিকের এমন আচরণ আমরা মেনে নিতে পারছি না।’

ভাড়াটিয়া ইমন বর্মন বলেন, ‘বাসা ভাড়া দিতে তিনদিন দেরি হওয়ায় বাসার মালিক বাইরে থেকে আমাদের তালাবদ্ধ করে দিল। এমন ঘটনায় আমি হতভম্ব।’

‎এ ব্যাপারে বাসার মালিক ইউসুফ চৌধুরী বলেন, ‘সময় মত কারেন্ট বিল গ্যাস বিলের টাকা পরিশোধ করতে হয়। কিন্তু এ ভাড়াটিয়া কোনো মাসে সময়মত তাদের ভাড়া পরিশোধ করে না। এছাড়াও তাদের আমার বাসা ছেড়ে দেওয়ার জন্য এক বছর আগে নোটিশ দিয়েছি এখনও তারা আমার বাসা ছেড়ে যাচ্ছে না।’

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘রায়পাড়ায় এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয়দের সাথে নিয়ে তাদের উদ্ধার করা হয়।’

এএইচ