মানিকগঞ্জে থানা কোয়ার্টার থেকে ৬টি বিষধর সাপের বাচ্চা উদ্ধার

উদ্ধার হওয়া সাপের বাচ্চা
উদ্ধার হওয়া সাপের বাচ্চা | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসারদের আবাসিক কোয়ার্টার থেকে বিষধর ছয়টি খইয়া গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। আজ (রোববার, ১৩ জুলাই) দুপুরে সাপগুলো উদ্ধার করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হেরপেটোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের একটি বিশেষজ্ঞ দল।

এর আগে, শনিবার (১২ জুলাই) রাতে থানার অফিসাররা ঘুমানোর সময় তাদের রুমে সাপের উপস্থিতি টের পান। আতঙ্কিত অবস্থায় তারা রাতেই তিনটি সাপ পিটিয়ে মেরে ফেলেন। পরদিন সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে জীবিত অবস্থায় বাকি সাপগুলো উদ্ধার করেন।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ফাউন্ডেশনের পরিচালক সৈয়দা অনন্যা ফারিয়া। তার সঙ্গে ছিলেন সহকর্মী ফয়সাল কবির ও মাহফুজুর রহমান।

উদ্ধার কার্যক্রম সম্পর্কে সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, ‘সাপ প্রকৃতিরই অংশ। ভয় না পেয়ে সচেতন হওয়াটাই সবচেয়ে জরুরি। আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করেই সাপগুলো উদ্ধার করি এবং স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেই। উদ্ধারকৃত সাপগুলো প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের পর নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।’

এএইচ