অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইয়ে লাওসকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবল দলের উল্লাস
বাংলাদেশ নারী ফুটবল দলের উল্লাস | ছবি: সংগৃহীত
0

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইয়ে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন সাগরিকা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে আফঈদারা।

প্রথমদিকে বেশকিছু সুযোগ তৈরি করলেও সেগুলোকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তবে ম্যাচের ৩৬ মিনিটে গোল করে দলকে ১-০ তে এগিয়ে দেন সাগরিকা। আর গোল না হলে ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধারা বজায় রাখে বাংলাদেশ। ম্যাচের ৫৮ মিনিটে মুনকি আক্তারের গোলে ২-০ তে এগিয়ে যায় বাঘিনীরা। এরপর ৮৫ মিনিটে গোল করে ব্যবধান ২-১ করে লাওসের মেয়েরা।

তবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল করে নিজের জোড়া গোল পূরণ করেন সাগরিকা। জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এসএস