গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুরে বিএনপির শোভাযাত্রা

চাঁদপুরে বিএনপির শোভাযাত্রা
চাঁদপুরে বিএনপির শোভাযাত্রা | ছবি: এখন টিভি
1

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুরে আনন্দ শোভাযাত্রা করেছে বিএনপি। আজ (বুধবার, ৬ আগস্ট) বিকেলে শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর ঢল নামে।

এর আগে বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘চেয়ারে থাকার জন্য এ সরকার শেখ হাসিনার বিচার করছে না। আগামীতেও করতে পারবে কিনা সন্দেহ আছে। তারা না করলেও বিএনপি যখনই ক্ষমতায় আসবে স্বৈরাচার শেখ হাসিনার বিচার করবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপিকে নিয়ে সারাদেশে নানান ধরনের গুজব রটাচ্ছে কুচক্রী মহল। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। নির্বাচনের আগে কেউ কোনো ধরনের অপকর্মের সঙ্গে লিপ্ত হবেন না।’

গণমাধ্যমকর্মীদের কাছে সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়া তিনি বলেন, ‘আজকের এ দিনে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আজকের এ জনস্রোত প্রমাণ করে দিয়েছে আগামী ইলেকশনে বিএনপি জয়ী হবে।’

এএইচ