রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালি রেলক্রসিংয়ে বড় গর্তের সৃষ্টি হয়। গর্তে পড়ে ধানবোঝাই ট্রাকটি আটকে গেলে রেলপথ অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় চালক ট্রাকটি সরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।
এর ফলে উত্তরবঙ্গমুখী চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে, যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, গর্তে আটকে যাওয়া ট্রাকটি রেকারের সাহায্যে সরিয়ে নেওয়া হয়। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।