যশোরে ৪২০ গ্রাম স্বর্ণসহ এক পাচারকারী আটক

আটক জাহিদ মন্ডল
আটক জাহিদ মন্ডল | ছবি: এখন টিভি
0

যশোরে ২ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বুধবার, ৩০ জুলাই) সকালে যশোর সদর উপজেলার মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪২০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৬১ লাখ ৯৪ হাজার ৪০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তি হলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার দোপপাড়া গ্রামের হান্নান মণ্ডলের পুত্র জাহিদ মণ্ডল (৩৬)।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবি নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে সকালে মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকায় তল্লাশি চালায়। এসময় আটক জাহিদ মণ্ডলের প্যান্টের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বার দুটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহিদ মণ্ডল ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

বিজিবি জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ইএ