জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সকালে অফিসের পরিচ্ছন্নতা কর্মী কাজ করতে গিয়ে একটি রুমের মধ্যে ধোঁয়া দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি অন্যদের জানালে তারা এসে অফিসের হিসাব শাখার কক্ষে আগুন জ্বলতে দেখেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এ ঘটনায় পুড়ে যায় পুরাতন ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার, একটি ফ্রিজ এবং কাগজপত্রসহ কিছু আসবাবপত্র।
বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কলের মাধ্যমে আমরা আগুন লাগার বিষয়টি জানতে পারি। দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।’